
ধ’র্ষণ ও হ’ত্যাচেষ্টা মা’মলার পর প্রকাশ্যে আসে পরীমণির বিলাসী জীবনের নানা গল্প। কোটি টাকার গাড়িতে চড়েন, থাকেন ২৫ কোটি টাকার ফ্ল্যাটে এমন





অনেক কথাই চাউর হয়। সোশ্যাল মিডিয়ায় বি’ষয়গু’লো নিয়ে তোপের মুখে পড়তে হয় পরীকে। তার এই অর্থের উৎস কী? এমন প্রশ্ন ছিল মানুষের মুখে মুখে।





নিজের বিলাসী জীবনের এসব গু’ঞ্জন নিয়ে নিজের অফিসিয়াল ফ্যানপেজে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। কিছুক্ষণ আগের দেয়া সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধ’রা হলো।





পরী লিখেছেন, আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমা’র দিকে আ’ঙ্গু’ল তুলতেও ছাড়লেন না আজ! একবার এক’টু জেনে নিতেই পারতেন চাইলে। যাইহোক, এসব এর এক’টু পরিত্রাণ দরকার এবার।





‘আমা’র একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি।





আরও পড়ুন… পরীমণিকাণ্ডের নাসিরের জামিন, এবার নিশ্চিত কারা’মুক্তি
‘আমি আমা’র আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা।
আমা’র কোনো ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই।
আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করবো ইনশাআল্লাহ।