
সম্প্রতি অপু বিশ্বাস তার ছেলে আব্রাম খান জয়ের নামে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন।





নাম ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’। প্রযোজক সমিতির সেক্রেটারি শামসুল আলম অপুর প্রযোজক সমিতির সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।





আর সেটি করতে গিয়েই হয় বিপত্তি সদস্যপদের জন্য স্বামী হিসেবে শাকিব খানের নাম উল্লেখ করে বেশ বিপাকে পড়েছিলেন অপু। স্থগিত হয়ে গিয়েছিলো তার আবেদনটি, ভুল তথ্যের দায়ে।





প্রযোজক সমিতির দাবি, অপু বর্তমানে শাকিব খানের স্ত্রী নন। তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তাই স্বামী হিসেবে সাবেক স্বামীর নাম ব্যবহার অবৈধ বলে গণ্য করেছে সমিতি।





পরে শাকিবের নাম কেটে সেখানে সংশোধন এনে সব নিয়ম মেনেই পুনরায় আবেদন করেন অপু। সেই আবেদনটি গ্রহণ করে তাকে সদস্যপদ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি কর্তৃপক্ষ।